রবিবার, ১২ মে ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আফগানদের উড়িয়ে সিরিজ বাংলাদেশের

খেলা ডেক্স : তৃতীয় একদিনের ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৭ দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ৭ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পারভেজ হোসেন ইমনের দল।

ভারতের বৃহত্তর নয়দায় মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে পড়ে ৪৪.৪ ওভারে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। ইনিংসে দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র দুজন! সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার ও অধিনায়ক ইজাজ। মোহাম্মদ ইসহাকের ব্যাট থেকে আসে ২৪ রান।

১০ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান অনি। মোহাম্মদ তাহসিন ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি করে উইকেট নেন ২০ রান দিয়ে। রিশাদ হোসেন ও শাহদাত হোসেনের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।

জবাবে প্রান্তিক নওরোজ নাবিলের অপরাজিত ফিফটিতে ২৯.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৭৯ বলে ৭ চারে ৫৪ রানে অপরাজিত ছিলেন নাবিল। অধিনায়ক ইমন ৩২ ও প্রীতম কুমার করেন ১৮ রান।

‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন প্রান্তিক নওরোজ নাবিল। ‘ম্যান অব দ্য সিরিজ’ও হয়েছেন আরেক বাংলাদেশি- মৃত্যুঞ্জয় চৌধুরী।

প্রথম একদিনের ম্যাচটি জিতেছিল আফগানিস্তান। পরের দুই ম্যাচ টানা জিতে সিরিজও জিতল বাংলাদেশ। দুই দল এর আগে দুটি তিন দিনের ম্যাচ খেলেছিল। দুটি ম্যাচই ড্র হয়।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।