শনিবার, ১১ মে ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পেলের পর এমবাপ্পে এই প্রথম

খেলা ডেক্স : মাত্র ১৯ বছর বয়সে রাশিয়া বিশ্বকাপ রাঙালেন কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে ফ্রান্সের জার্সিতে গড়লেন রেকর্ড। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পর দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোলের কীর্তি গড়লেন এই প্রতিভাধর ফরোয়ার্ড। টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার ওঠে এমবাপ্পের হাতেই। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এমবাপ্পের রেকর্ডময় রাতে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে ফ্রান্স। প্রথমবার ফাইনালে উঠে রূপকথার জন্ম দেয়া হলো না ক্রোয়াটদের। ব্লু’দের চতুর্থ গোলটি করেন এমবাপ্পে। ম্যাচের ৬৫ মিনিটে ২৫ গজ দূর থেকে নেয়া শটে বল জালে পাঠান তিনি। ৪ গোল নিয়ে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ শেষ করলেন এমবাপ্পে। ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারায় ব্রাজিল। ১৭ বছর ২৪৯ দিন বয়সে জোড়া গোল করে ইতিহাসের জন্ম দেন ব্রাজিলের কালোমানিক পেলে। এমবাপ্পে এমন কৃতিত্ব দেখালেন ১৯ বছর ২০৭ দিন বয়সে।
রাশিয়া বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার পেলের পাশে নাম লেখালেন এমবাপ্পে। বিশ্বকাপে কিশোর বয়সে পেলের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে জোড়া গোলের দৃষ্টান্ত গড়েন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকা। শেষ ষোলো রাউন্ডে দুইবার আর্জেন্টিনার জাল কাঁপান এমবাপ্পে। সাত গোলের থ্রিলারে ৪-৩ গোলে হার দেখে লিওনেল মেসির আর্জেন্টিনা।
সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ফাইনাল খেলার রেকর্ড পেলের দখলেই থাকলো। এ তালিকায় তৃতীয় স্থানে এমবাপ্পে। ১৮ বছর ২০১ দিন বয়সে ১৯৮২ বিশ্বকাপের ফাইনাল খেলেন ইতালির ডিফেন্স তারকা জিউসেপ্পে বারগোমি।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।