শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আশকোনা হজ ক্যাম্প : দুর্নীতির দায়ে ওএসডিকৃত কেরানি সুহিলের সাথে মধ্যরাতে পরিচালকের অফিসকক্ষে রুদ্ধদ্বার বৈঠক : মামলা না করার তদবির! জব্দ করা হয়নি ব্যাংক একাউন্ট

বিশেষ সংবাদদাতা : আশকোনা হজ ক্যাম্পে কর্মরত পৌণে ৩ কোটি টাকা দুর্নীতির দায়ে ওএসডিকৃত কেরানি সুহিল মোহাম্মদ ফেরদৌসের সাথে আশকোনা হজ ক্যাম্পে পরিচালকের অফিসকক্ষে গত ৮ জুন মধ্যরাতে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাখানি এই রুদ্ধদ্বার বৈঠকে দুর্নীতবাজ কেরানি সুহিল তার বিরুদ্ধে মামলা না করার জন্য পরিচালক হজ ক্যাম্পকে অনুরোধ করেন। পরিচালকের পায়ে ধরে আকুতি-মিনতি করেন বলে হজ ক্যাম্পের কর্মচরীরা বলে বেড়াচ্ছেন। পরিচালকও নাকি তাকে আশ^স্ত করেছেন, পরিচালক দুর্নীতিবাজ রক্ষামিশনে এখনও আশকোনা হজ ক্যাম্পে রয়েছেন, বদলি হয়ে যাচ্ছেন না-এমন কথাও শোনা যায়। প্রায় ১ ঘন্টা পর দুর্নীতিবাজ কেরানি সুহিল ফুরফুরে মেজাজে পরিচালকের কক্ষ থেকে বের হয়ে আসেন।
উল্লেখ্য, গত ২২ মে দুর্নীতিবাজ কেরানির সুহিলের বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আরিফ আব্দুল্লাহ মোহাম্মদ স্বাক্ষরিত দাপ্তরিক চিঠিতে হজ ক্যাম্পের পরিচালককে মামলা করার নির্দেশ দিলেও পরিচালক তা অমান্য করে চলছেন। অদ্যাবধি দুর্নীতিবাজ কেরানি সুহিলের বিরুদ্ধে মামলা করেননি পরিচালক হজ ক্যাম্প। এ নিয়ে গত ৮ জুন দৈনিক ইণকিলাব পত্রিকায় খবরও প্রকাশিত হয়। কিন্ত পরিচালক হজ ক্যাম্প এ সবকে থোরাইকেয়ার করছেন।
এ দিকে একই দাপ্তরিক চিঠিতে দুদকের প্রধান কার্যালয়ের সচিব বরাবর দুর্নীতিবাজ সুহিলের বিরুদ্ধে মামলা করার জন্য নির্দেশ দেয়া হলেও দুদক এখনও তা আমলে নেয়নি। মামলা করেনি দুদক, তার ব্যাংক একাউন্টও জব্দ করা হয়নি। তাহলে কি দুর্নীতি করেও কেরানি সুহিল পার পেয়ে যাচ্ছেন- এমন প্রশ্ন সংশ্লিষ্টদের।ক্রমশ

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।