শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঈশ্বরদীতে তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি

মফস্বল ডেক্স : পাবনার ঈশ্বরদী উপজেলায় রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক  এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবছরের মধ্যে রোববার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমার সাথে সাথে এই এলাকায় বেড়েছে শীতের প্রকোপ। শীতের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডাজনিত নানা রোগের প্রকোপ।

প্রচন্ড ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে এই এলাকার জনজীবন। রোববার  ১টা দুপুর পর্যন্ত  সূর্যের মুখ দেখা যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আব্দুল বাতেন জানান, নিউমোনিয়া, জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্ট, অ্যাজমাসহ বিভিন্ন রোগের মাত্রা বেড়ে গেছে। প্রতিদিন ঈশ্বরদী হাসপাতালে এসব রোগে আক্রান্ত রোগির ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীদের সংখ্যা বেশি।

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে এই এলাকার নিম্ন আয়ের মানুষের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে। নিম্ন আয়ের মানুষ ও দিনমজুররা কাজ করতে না পেরে আর্থিক সংকটে পড়েছেন বলে জানান তারা।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।