শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ: পাবনা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

মফস্বল ডেক্স : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। ১২ জানুয়ারি  শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পাবনা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক রেজা কে বিষয়টি নিশ্চিত করেছেন।

কলেজ সূত্রে জানা যায়, পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নয়ন ও সাধারণ সম্পাদক অদ্বিতীয় গ্রুপের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ১১ জানুয়ারি বৃহস্পতিবার মধ্যরাতে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ১২ জানুয়ারি  শুক্রবার সকালে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নয়জন নেতাকর্মী আহত হন। আহতদের পাবনা শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুর রাজ্জাক জানান, মেডিকেল কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।