শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টাঙ্গাইলে অস্ত্র ও মাদক মামলায় যুবকের ২০ বছর কারাদন্ড

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলে অস্ত্র ও মাদক আইনে দুইটি পৃথক মামলায় আব্দুল্লাহেল কাফি (২৮) নামে এক যুবককে ২০ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

১৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান এ দণ্ড দেন। এ সময় তাকে অস্ত্র আইনে ১০ বছর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আব্দুল্লাহেল কাফি কালিহাতী উপজেলার বল্লা গ্রামের মালেক মিয়ার ছেলে।

টাঙ্গাইল কোর্ট পরিদর্শক অনোয়ারুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, আব্দুল্লাহেল কাফিকে ২০১৬ সালের জুনে একটি পিস্তল এবং ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে এ ঘটানায় কালিহাতী থানায় পৃথক দুইটি মামলা করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আলমগীর খান মেনু।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।