মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুই কোটি টাকার স্বর্ণসহ আবারও দুই বিমানকর্মী আটক

একুশে বার্তা প্রতিবেদন  :  আবারও স্বর্ন পাচারের অভিযোগে দুই বিমান কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে  ২ কোটি ৩ লাখ টাকা সমমূল্যের ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০ পিস স্বর্ণ জব্দ করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল বিমানবন্দরে এ সোনা জব্দ ও  বিমানকর্মীদ্বয়কে আটকের ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেয় শুল্ক গোয়েন্দা। আটককৃতরা হলেন জাফর ইকবাল ও জয়দেব দাস।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, আটককৃতরা বাংলাদেশ বিমানের পরিচ্ছন্ন কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ক্লিনিং করে আটক দুইজন বিমানকর্মী এয়ারক্রাফটের ভেতরে লুকানো স্বর্ণ শরীরে বহনের পর পাচার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।