মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ফুটবলকে বিদায় জানালেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক : অবশেষে ফুটবল থেকে অবসর নিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো। তার ভাই ও এজেন্ট রবার্তো অ্যাসিস গতকাল তার অবসরের বিষয়টি নিশ্চিত করেন। রবার্তো বলেন, “সে থেমেছে, এটা শেষ হলো।” ৩৭ বছর বয়সী রোনালদিনহো ২০০২ বিশ্বকাপ শিরোপাজয়ী দলে খেলেছেন। ২০০৫ এ ব্যালন ডি’অর জয় করেছেন। এরপরা বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লীগে শিরোপা জয়ী দলেও ছিলেন। অবশ্য এখন অবসর নিলেও ২০১৫ সাল থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই তারকা।

ব্রাজিলের হয়ে ১০১টি ম্যাচ খেলে ৩৫ গোল করেছেন রোনালদিনহো ব্রাজিলে গ্রেমিওর হয়ে ক্যারিয়ার শুরু করা রোনালদিনহো ২০০১ সালে পাড়ি জমান পিএসজিতে। এরপর ক্যারিয়ারের সেরা সময়টা কাটান বার্সেলানায়। কাম্প ন্যুতে পাঁচ বছরে চ্যাম্পিয়ন্স লিগের একটি শিরোপা ছাড়াও জেতেন লা লিগার দুটি শিরোপা। এরপর এসি মিলানে যোগ দিয়ে ২০১০-১১ মৌসুমের সিরি আ’ জেতেন । ২০১১ সালে ফ্লামেঙ্গোতে খেলতে ব্রাজিলে ফেরেন রোনালদিনহো । এরপর অ্যাটলেটিক মিনেইরো, মেক্সিকোর কেরেতারা হয়ে খেলেন ।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।