শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বেতারের প্রথম নারী ডিজি ধনবাড়ীর হোসনে আরা

ডেক্স রিপোর্ট :  বাংলাদেশ বেতারের প্রথম নারী মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন টাঙ্গাইলের কৃতি সন্তান হোসনে আরা তালুকদার। গত ১৫ জানুয়ারি তিনি এ পদে যোগদান করেন।

হোসনে আরা তালুকদার ১৯৬২ সালে টাংগাইলের ধনবাড়ি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো: মতিয়ার রহমান তালুকদার এবং মাতার নাম জামিলা বেগম।

হোসনে আরা তালুকদার বি সি এস (তথ্য) সাধারণ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী বার্তা নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ বেতারে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সময়ে কেন্দ্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ বেতারের রাজশাহী মনিটরিং পরিদপ্তরে কর্মরত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে তিনি স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চাকুরি জীবনে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ ও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তিনি ইতালি, তুরস্ক, মালয়েশিয়া, নেদারল্যান্ডস ও চীন ভ্রমণ করেন।

তার স্বামী জনাব মুশতাক হাসান মুহ: ইফতিখার (অবসরপ্রাপ্ত) অতিরিক্ত সচিব।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।