রবিবার, ৩০ Jun ২০২৪, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বেবিচক : চেয়ারম্যানের বিদায়, ফেয়ারওয়েল, আবার কি চুক্তিভিত্তিক আসছেন, একজন জুনিয়রের কথাও শোনা যাচ্ছে

স্টাফ রিপোর্টার : বেবিচক চেয়ারম্যানকে অবসরোত্তর ছুটিতে পাঠানো হয়েছে। বেবিচকের পক্ষ থেকে গত ২৬ জুন বিদায় সংবর্ধনাও দেয়া হয়েছে। কিন্ত গুনজন শোনা যাচ্ছে, তিনি আবার ১ বছরের চুক্তিভিত্তিক আসছেন, তার ফাইল নাকি গত ২৭ জুন প্রধানমন্ত্রীর দপ্তরের ওঠেছে। ভায়রাভাই এসব খবর ছড়িয়ে দিচ্ছেন বলে বেবিচকে চাউর হয়েছে।
এ দিকে একজন জুনিয়র কর্মকর্তা যিনি ইতিপূর্বে বেবিচকে মেম্বার অপসের দায়িত্ব পালন করে গেছেন- এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধূরির নাম গুনজন শোনা যায়, তার ফাইলও নাকি নাকি প্রধানমন্ত্রীর দপ্তরে ওঠেছে।
অন্য দিকে এয়ার ভাইস মার্শাল শরীফও নাকি বেবিচকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন- এমন কথাও ভেসে বেড়াচ্ছে।
আসলে কে হতে যাচ্ছেন বেবিচকের পরবর্তী চেয়ারম্যান।
এদিকে পিআরএলএ যাওয়া চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানকে আবার যদি তৃতীয়বারের মতো চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়- তাতে আশ্চর্য হবার কিছু নেই। তবে তিনি আবার জুনিয়রের অধীনে চাকরি করবেন কিনা-সেটাই ভাববার বিষয়।
আর এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধূরি তার অনুগত। সাদিকুর রহমানকে চেয়ারম্যান করা হলে তিনি (মফিদুর রহমান) দিকনির্দেশনা দিতে পারবেন। এতে করে শাহজালালসহ দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন গতি আরো ত্বরান্বিত হবে বলে অনেকে বলে বেড়াচ্ছেন।
তবে বেবিচকের পরবর্তী চেয়ারম্যান দায়িত্ব না নেয়া পর্যন্ত বর্তমান মেম্বার অপস চেয়ারম্যানের একটিং দায়িত্ব পালন করবেন।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।