রবিবার, ৩০ Jun ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এয়ার কমোডর সাদিকুর রহমান বেবিচকের নয়া চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী জিইউপি, এনডিসি, পিএসসি -কে প্রেষণে বেবিচকের নয়া চেয়ারম্যান নিয়োগ দেয়া দেয়া হয়েছে। এ ব্যাপারে ২৭ জুন প্রঙাপন জারি করা হয়েছে।

সাদিকুর রহমান বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

তিনি ইতিপূর্বে সদস্য (অপস) হিসেবে বেবিচকে দায়িত্ব পালন করে গেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানকে বদলি করে বিমান বাহিনীতে ফেরত নেওয়া হয়েছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।