শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মানব পাচার সহযোগি ইমিগ্রেশন পুলিশ : ‘সি’ পালার এসআই বাতেনের আইনেস পরিক্ষায় পাচারকৃত ৩ জন দেশে ফেরত : থানায় মামলা

বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল বিমানবন্দর মানব পাচারের রুট। জাল ভিসা, গলাকাটা পাপোর্টে- জাল ভিজিটে অহরহ মানব পাচার হচ্ছে। বিমানবন্দরে ইমিগ্রেমন পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তা এ কাজে সহায়তা করছে। এরমধ্যে তিন পালার ১৮জন প্রটোকল পুলিশ কর্মকর্তার জড়িত থাকার কথা শোনা যায়। এর মধ্যে ‘সি/গ’ পালার এসআই এমদাদ, এসআই শাহআলম, এসআই তরিকুল, এসআই বাতেনের কথা শোনা যায়। এদের কয়েকজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যব্স্থা নেয়া হয়েছে বলেও জানা গেছে।
এর মধ্যে এসআই বাতেনের ‘আইনেসে’ ৩জনকে বিদেশে পাচারের পর তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়। শাহজালাল বিমানবন্দরে ফেরত আসার পর ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলাও হয়েছে। কিন্ত যার শেষ ‘আইনেসে’ ওই ৩ জন মানব বিদেশে পাচার হয় সেই ইমিগ্রেশনের ‘সি’ পালার এসআই বাতেনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়নি।
এ ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট হয়েছে বলেও জানা যায়। ঘটনার সত্যতা স্বীকার করেন ‘সি’ পালার প্রটোকল অফিসার এসআই এমদাদ। এ ব্যাপারে জানতে ‘সি’ পালার ওসির সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।