শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালের ভিভিআইপিতে পিতলের সাইবোর্ড নেই : ডিডির অস্বীকার : পরিচালক নিরাপত্তা জানালেন ৩ দিন পর সংস্থাপন করা হবে

বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল বিমানবন্দরে ভিভিআইপি গেটের প্রবেশপথে এপিবিএনের ডিউটি পোস্টের দুই পাশে দুটি পিতলের সাইনবোর্ড দেখা যাচ্ছে না। কিন্ত বিমানবন্দরের উপপরিচালক বেনি মাদব চৌধুরি এ প্রতিবেদকের সাথে ৮ জুলাই বিকেলে সেল ফোনে কথার বলার সময় জানান, আমি কিছুক্ষণ আগে ভিভিআইপি গেট দিয়ে প্রবেশের সময় পিতলের সাইনবোর্ড দেখে এসেছি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে ভিভিআইপি গেটে পিতল খচিত বাংলা ও ইংরেজীতে লেখা ‘ ভিভিআইপি কমপ্লেক্স’ সাইনবোর্ড নেই।
শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি প্রবেশ পথে বাংলা ও ইংরেজীতে পিতলের লেখা ‘ভিভিআইপি কমপ্লেক্স সাইনবোর্ড নেই, খালি স্ট্যান্ড দাড়িয়ে আছে।
এ ব্যাপারে জানতে পরিচালক নিরাপত্তা/ এভসেক নূরে আলম সিদ্দিকির সেল ফোনে কল করলে প্রথমে তিনি কল রিসিভ করেননি। পরে তিনি কল ব্যাক করে জানান, পিতলের সাইন বোর্ড খুলে নেয়া হয়েছে, ৩ দিন পর আবার লাগানো হবে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।