বুধবার, ১৫ মে ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে এবার যাত্রীর বেল্ট থেকে স্বর্নের পাত জব্দ

একুশে বার্তা রিপোর্ট : শাহজালাল বিমানবন্দরে এবার যাত্রীর বেল্ট থেকে স্বর্নের পাত জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুক্রবার সকালে দুবাই থেকে এফজেড ফ্লাইটে আগত যাত্রী রহমত উল্লাহর কোমরের পরিধেয় বেল্ট স্ক্যান উক্ত স্বনেরও অস্তিত্ব পাওয়া যায়। জব্দকৃত স্বর্নের পরিমাণ ২৩২ গ্রাম। এ ছাড়াও যাত্রীর মানিব্যাগ থেকে ১৭০ গ্রাম ওজনের স্বর্নালংকার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্নের মূল্য ২০ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় যাত্রী রহমত উল্লাহ বিরুদ্বে শুল্ক আইনে মামলা হয়েছে।
শুল্ক গোয়েন্দার ডিজি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যাত্রী রহমত উল্লাহ এফজেড ফ্লাইটে সকাল ৯ টায় দুবাই থেকে শাহজালালে অবতরন করেন। যাত্রী গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। পরে তার বেল্ট স্ক্যান ২৩২ গ্রাম স্বর্নের পাত ও ১৭০ গ্রাম স্বর্নালংকার পাওয়া যায়।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।