মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে পয়নিষ্কাশন কাজের ড্রেন নির্মাণ করতে গিয়ে দুর্ঘটনায় ১ শ্রমিকের মৃত্যু: সিএএবির প্রকৌশল বিভাগের চরম অবহেলা, অব্যবস্থাপনা : সাইট ইন্ঞিনিয়ার অনুপস্থিত : তদন্ত কমিটি গঠনের প্রস্তাব

স্টাফ রিপোর্টার :  ঢাকার বিমানবন্দর কাস্টমস হাউসের সীমানায় একটি পয়ঃনিষ্কাশন নালা নির্মাণের সময় দেয়াল ধসে মোঃ মোস্তফা (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। েএ ঘটনায় সিভিল এভিয়েশন প্রকৌশল বিভাগের চরম গাফিলতির কথা ওঠছে। নির্মাণ কাজ চলার সময় একজন সাইট ইন্ঞিনিয়ার পাশে থাকার কথা থাকলেও দুর্ঘঠনার সময় এবং তার পরে সিএএবির সিভিল ডিভিশন-২-এর কোন প্রকৌশলীকে খুজে পাওয়া যায়নি। ফায়ার ষার্ভিসের লোকজন এ নিয়ে আপত্তি তুলেছেন। তারা বলেছেন, সেইভটি ফাস্ট বা নিরাপত্তাই প্রথমÑ এ শর্ত মানেনি সিএএবি কর্তৃপক্ষ। ঘটনার সময় িএ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠনের কোন লোকজনকেও খুজে পাওয়া যায়নি। সিএএবির সাইট ইন্ঞিনিয়ার নিজাম উদ্দিনকে ঘটনার সময় এবং কাজ তদারকিতে কোন সময়ই সাইটে উপস্থিত থাকতেন না বলে অভিযোগ ওঠেছে। অথচ সাইট ইন্ঞিনিয়ার নিজাম উদ্দিন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের উপস্থিতিতে নির্মাণ কাজ চলার নিয়ম রয়েছে।

খোজখবর নিয়ে জানা গেছে, সিভিল এভিয়েশনের ডিভিশন-২-এর প্রকৌশলীদের চরম অবহেলা ও উদাসীনতার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে এবং একজন নীরিহ নির্মাণ শ্রমিককে জীবন দিতে হয়েছে।

এ ব্যাপারে সিভিল ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান জানান , এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।

ঘটনার সময় কয়েক শ্রমিক আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে এ ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের উপসহকারী পরিচালক মোঃ ছালেহ উদ্দিন জানান, কয়েকমাস ধরে সিভিল এভিয়েশনের ড্রেন নির্মাণের কাজ চলছিল। মঙ্গলবার সকালে কাজের এক পর্যায়ে শ্রমিকরা তাদের অদক্ষতার কারণে ড্রেন তৈরির সময় পাশের দেয়ালের নিচ থেকে মাটি সরিয়ে ফেলে। তাই দেয়াল ধসে পড়ে। এতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি জানান, এ ধরনের কাজে সাধারণত ইঞ্জিনিয়াররা উপস্থিত হয়ে নির্দেশনা দেন। কিন্তু (মঙ্গলবার) এখানে কোন ইঞ্জিনিয়ার ছিল না। উদ্ধার কাজ শেষ হয়েছে। দেয়ালের নিচে আর কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, বিমানবন্দরের কার্গো সেন্টারের পাশের পুরাতন ড্রেনেজ ব্যবস্থাকে নতুন করার লক্ষ্যে সংস্কার কাজ করা হচ্ছিল। সেখানে পাশেই একটি ডিভাইডার ছিল। এর পাশ দিয়ে মাটি সরে গিয়ে খালি হওয়ায় একশ’ ফিট জায়গা নিয়ে দেয়ালটি ধসে পড়েছে। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ড্রেনের কাজ করছিলেন ৪/৫জন শ্রমিক। এতে ডিভাইনের মাটি সরে গিয়ে পুরানো ওই দেয়ালটি ধসে পড়ে মাটি কাটা শ্রমিক মোস্তাফার ওপর পড়ে। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়েছে। এ সময় কয়েকজন শ্রমিক আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সিনিয়র স্টেশন অফিসার শফিকুল জানান, বিকেলের মধ্যে অত্যাধুনিক যন্ত্র দিয়ে ধসে পড়া দেয়াল সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।

ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, খবর পেয়ে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে বিকেলে মধ্যে শেষ করে। আতাউর রহমান জানান, এটা ছিল ২০ফুট উঁচু একটা পুরানো দেয়াল। তার পাশে একটি নতুন দেয়াল তোলা হচ্ছিল। পুরানো দেয়ালটি ধসে পড়েছে। এর আগে বিমানবন্দর থানার ডিউটি অফিসার এস আই মোঃ ফরহাদ জানিয়েছেন, দেয়াল ধসে পড়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর আটকে পড়াদের উদ্ধারে র‌্যাব, এবিপিএন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। বিমানবন্দর থানার ওসি নূরে আজম জানান, বেলা পৌনে ১১টার দিকে নালার দেয়াল ধসে পড়লে কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে মাটিকাটা শ্রমিক মোস্তফার মৃত্যু হয়। বিমানবন্দর কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, একটি ড্রেনের নির্মাণ কাজ চলার মধ্যে নালার লাগোয়া পুরনো দেয়াল ধসে পড়ে। নালায় পানি থাকায় ড্রেনের ভেতরে থাকা শ্রমিকদের সরাতে গিয়ে বেগ পেতে হয়।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।