সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিএএবি : ১৬ জনের নামে দুদকের চিঠি, ১২ জনই খালাস!

স্টাফ রিপোর্টার : দুদক সিভিল এভিয়েশনের ১৬ কর্মচারির নামে অভিযোগ অনুসন্ধ্যান তদন্তাধীন থাকার বিষয়ে দাপ্তরিক চিঠি জারি করেছে, ্এর মধ্যে ১২ জনকেই খালাস দেয়া হয়েছে।দুদক সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত দাপ্তরিক চিঠিটি গত ১৯ ডিসেম্বর/২২ জারি করা হয়। সিএএবির সিডি-১/২-এর দুই নির্বাহী প্রকৌশলী এবং একজন দায়িত্ব প্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলীর মধ্যে সিডি-১-এর নির্বাহী প্রকৌশলীকে অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছে। কিন্ত তিনিও দুদকের অভিযোগে অভিযুক্ত ছিলেন বলে জানা যায়। এর নেপথ্যে নাকি দুদকের এক মহিলা কেরানির স্বামির জোরালো তদবির রয়েছে। এর পুরস্কারস্বরূপ তাকে সিডি-১ থেকে গত অর্থবছরে ২৫ কোটি টাকার কার্যাদেশ দেয়া হয়েছে , চলতি অর্থবছরেও নাকি ৪ কোটি টাকার ইস্টিমেট দেয়া হয়েছে।

দুদকের চিঠিতে এস এম জয়নুল আবেদীন এবং জয়নুল আবেদীন সরকার নিয়ে দ্বিমত পোষণ করা হয়েছে। কে এস এম জয়নুল আবেদীন আর কে জয়নুল সরকার তা খতিয়ে দেখবে দুদক।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।