রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিএএবি : ৩২ বছরের চাকরিজীবনে শূন্য হাতে বাড়ি ফিরলেন প্রকৌশলী আবুবকর : চেয়ারম্যানের বিরুদ্ধে কোর্টকনডেম মামলা তুলে নেয়ায় কি এ সুযোগ পেল সিএএবি কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার: সিভিল এভিয়েশনের ইএম বিভাগের সহকারি প্রকৌশলী আবুবকর সিদ্দিক ৩২ বছরের চাকরি জীবনে শূন্যহাতে বাড়ি ফিরলেন। তিনি সিএএবি চেয়ারম্যানের বিরুদ্ধে কোর্ট কনডেম মামলা করেছিলেন। চেয়ারম্যান অনুরোধ করায় মামলাটি তিনি তুলে নেন। কিন্ত সিএএবি কর্তৃপক্ষ তাকে তার কাংক্ষিত পদে চাকরি স্থায়ীকরণ করেনি।অবশেষে তিনি গত ৩১ ডিসেম্বর/২০২২ ৩২ বছর চাকরি করে শূন্য হাতে বাড়ি ফিরে যান। তাকে পেনশন থেকে বন্ঞিত করা হয়। শুধু তাই নয়- তাকে পদাবতি করে অবসরে পাঠানো হয়। কিন্ত তার সাথে একই সময়ে চাকরি পাওয়া সবাই তাদের কাংক্ষিত পদে বেতন-ভাতা পাচ্ছেন। তাকে (আবুবকর সিদ্দিক) তার কাংক্ষিত পদে স্থায়ীকরণ না করায় সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে কোর্ট কনডেম মামলা করেছিলেন। কোর্ট চেয়ারম্যানকে তলবও করে। কিন্ত সংস্থার চেয়ারম্যান ওই প্রকৌশলীকে ডেকে নিয়ে মামলা প্রত্যাহারের অনুরোধ করেন, তাকে তার কাংক্ষিত পদে চাকরি স্থায়ীকরনের আশ্বাসও দেন। কিন্ত শেষাবধি চেয়ারম্যান কথা রাখতে পারেননি। সিএএবি প্রশাসন. এইচআর চেয়ারম্যানের আশ্বাসকে থোরাইকেয়ার করেছেন। প্রকৌশলী আবুবকরকে আর তার কাংক্ষিত পদে চাকরি স্থায়ীকরন করা হয়নি। পরে শূন্যহাতে তিনি গত ৩১ ডিসেম্বর/২০২২ একবুক কষ্ট নিয়ে বাড়ি ফিরে গেছেন। এটা কি মানবাধিকার লংঘন নয়?

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।