সোমবার, ০৬ মে ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টাংগাইল শহরে অবৈধ তিতাস গ্যাস লাইনের ছড়াছড়ি : আকুরটাকুর মুসলিম পাড়ায় অভিযান : রাইজার বিচ্ছিন্ন, আবার ফেরত!

সংবাদদাতা : টাংগাইল শহরের বিভিন্ন মহল্লায় অবৈধ তিতাস গ্যাসের ছড়াছড়ি। বহুতল ভবনে বৈধতার অন্তরালে অবৈধ লাইন চলছে। তিতাস গ্যাস কর্তৃৃপক্ষকে ম্যানেজ করে এ সব অবৈধ লাইন চলছে দীর্ঘদিন যাবত। এতে করে সরকার কোটি কোটি টাকা লোকসানের সন্মুখীন হচ্ছে। লাভবান হচ্ছে তিতাস গ্যাসের কতিপয় অসাধু কর্মচারি- কর্মকর্তা ও অবৈধভাবে গ্যাস ব্যহারকারিরা। এ সব অবৈধ লাইন বিচ্ছিন্নকরনে তিতাস গ্যাস টাংগাইল আন্ঞলিক কার্যলয় টিম গত ৪ অক্টোবর অভিযানে নামে । শহরের মুসলিম পাড়ায় অবৈধ অনেক লাইন বিচ্ছিন্ন করে রাইজার খুলে নেয়া হয়। আবার তদবিরে মুখ দেখে দেখে প্রভাবশালিদের রাইজার তৎক্ষণাত ফেরত দেয়া হয়।
অবৈধলাইন বিচ্ছিন করণের বিষয়টি স্বীকার করে তিতাস গ্যাস আন্ঞলিক কার্যালয়ের ম্যানেজার ‘একুশে বার্তা’কে বলেন, অভিযানে নেতৃত্ব দেয়া টিম বাইরে আছেন , অফিসে ফিরে আসলে কত লাইন বিচ্ছিন্ন করা হয়েছে , কারো রাইজার ফেরত দেয়া হয়েছে কিনা বলতে পারবো।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।