মঙ্গলবার, ১৮ Jun ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিসিএএ : নির্বাচন জমে ওঠেছে, মাছ-ছাতার লড়াই, এবার মাছ প্যানেল জেতার সম্ভাবনা

স্টাফ রিপোর্টার : ঢাকা কাস্টমস এজেন্ট এসোসিয়েশন(ডিসিএএ) নির্বাচন জমে ওঠেছে। বরাবরের মতো এবারও দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করছেন। এদের মধ্যে মাছ মার্কা প্যানেলে শাহজাহান মন্ডল, ছাতা মার্কা প্যানেলে মিজানুর রহমান।আগামি ৩০ মে ভোট হবে।
গত নির্বাচনে মাছ মার্কার মন্ডল ছাতার মিজানুর রহমানের কাছে হেরে যায়। এবার আলোচনায় আসছে মন্ডলের কথা। এবার নাকি মন্ডলের ফিল্ড ভাল। পুরো প্যানেল নাকি মাছ মার্কা থেকে প্রার্থী বিজয়ী হবে- –এমন কথা মাঠে-ঘাটে রটে বেড়াচ্ছে। কোন কোন হেভিওয়েট প্রার্থী প্যানেল রদবদল করেছেন। গতবার যারা ছাতায় ছিলেন এবার তারা মাছে। পোস্টার-বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো বিমানবন্দর এলাকা। ভাতিজা রুবেল চাচার পক্ষে প্রচারনা চালাচ্ছেন।
এই নির্বাচন অরাজনৈতিক হলেও বিএনপি- আওয়ামীলীগ মিলেমিশে নির্বাচন করছে। কোন রাজনৈতিক প্রভাব সহিংসতা নেই। কারণ ব্যবসার ক্ষেত্রে সবাই এক। শরিফুল ইসলাম স্বপন, টাংগাইল ট্রেডার্স বিএনপির নেতা হলেও আওয়ামীলীগের নেতা মন্ডলের সাথে একই প্যানেলে নির্বাচন করছেন।
গোয়েন্দা সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছে, খতিয়ে দেখছে কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে কিনা।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।