রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিভিল এভিয়েশন : চাকরি থেকে বরখাস্তের বদলে এখনও বহাল! ডবল দায়িত্ব

বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনে অনিয়মই যেখানে নিয়ম। এখানে চুরি করলে শাস্তি হয় তিরস্কার , দুদক তলব করলেও দুটি ঘটনা ছাড়া মামলা হয়নি। প্রশাসন থেকে ফাইল গায়েব হয়ে যায়। ইএমের ৬ প্রকৌশলীকে জনপ্রশাসন সচিবের আদেশকে থোরাইকেয়ার করে ‘ভুতাপেক্ষ’ তারিখ থেকে সিনিয়রটি দেয়া হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে কোর্ট কনটেম্ট মামলা হলেও জুনিয়র প্রকৌশলী এনামুল কবীরকে সিনিয়র টি দেয়া হয়- এমনি সংখ্য ঘটনার মধ্যে ইএম বিভাগের চলতি দায়িত্ব প্রাপ্ত কিন্ত ডবল দায়িত্ব দিয়ে রাখা – সেই নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকীর ব্যাপারে সিএএবির প্রশাসন নীরব। পাচবার তদন্ত করলেও দুদক তার ব্যাপারে নিশ্চুপ। প্রধান প্রকৌশলীর ‘খয়ের খা’ বলে তার বিরুদ্ধে সব প্রশাসনিক ব্যবস্থা বার বার ভেস্তে যাচ্ছে।
এবার তাকে চাকরি থেকে বরখাস্তের জন্য সিএএবির সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন আদেশ দিলেও তা ভেস্তে গেছে, এখনও তা কার্যকর হয়নি। বিস্তারিত আসছে-

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।