শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিভিল এভিয়েশন : মেট্রিক পাস এডির বাসার রিনোভেশনে ১৩ লাখ টাকা : এডিকে তলব, হাজির হননি

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ সিভিল এভিয়েশনের মেট্রিক পাস সহকারি পরিচালক প্রশাসন-২-মো. রফিকুল ইসলামের কাওলার স্টাফ কোয়ার্টারের বাসা রিনোভেশনে সরকারি ১৩ লাখ টাকা খরচ করা হয়েছে।
এ ব্যাপারে সিএএবির সদ্য বিদায়ী চেয়ারম্যান এডিকে তলব করলেও তিনি হাজির হয়ে ব্যাখ্যা দেননি। ঘটনা ধামাচাপা দেয়ার পায়তারা চলছে। ওই এডির বিরুদ্ধে ব্যাপক ঘুষ-দুর্নীতির অভিযোগ ওঠছে, ঘুষ ছাড়া তিনি ফাইলে সই করেন না, ফাইল বাড়ে , ঘুষ বাড়ে। ঘুষ খেয়ে তিনি অনেক বিত্তবৈভবের মালিক। রাজধানির কাওলারতে তার বহুতল বাড়ি অছে বলেও কর্মচারিরা জানান। কর্মচারিদের এসিআর লিখতে তিনি ঘুষ খান বলে কর্মচারিরা অভিযোগ করেন। ডিজিটাল হাজিরার দোহাই দিয়ে তিনি কর্মচারিদের ওভারটাইম কর্তন করেন বলেও অভিযোগ। সরকারি টাকা খরচ করে তিনি দেশের বিভিন্ন স্থানে ভ্রমণের জন্য টিএ/ডিএ/ ভাতা ফাইলে অনুমোদন করে থাকেন।
এ ব্যাপারে জানতে তার সেল ফোনে করলে তিনি মিটিংয়ে আছেন বলে লাইন কেটে দেন। বিস্তারিত আসছে

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।