শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিভিল এভিয়েশন : সংসদীয় কমিটির সুপারিশ, আইন মন্ত্রণালয়ের অনুমতি : তত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল আফরোজের বরখাস্ত আদেশ প্রত্যাহার, সিএএবিতে যোগদান, কাজের দায়িত্ব দেয়া হয়নি

স্টাফ রিপোর্টার : সংসদীয় কমিটির সুপারিশ, আইন মন্ত্রণালয়ের অনুমতিতে সিভিল এভিয়েশনের বরখাস্তকৃত তত্বাবধায়ক প্রকৗশলী শহিদুল আফরোজের বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। ঈদের আগের কার্যদিবসে গত ২৬ জুন তার বরখাস্ত আদেশ প্রত্যাহারজনিত দাপ্তরিকপত্রে স্বাক্ষর করেন সিএএবি চেয়ারম্যান। তিনি ইতিমধ্যেই চাকরিতে যোগদান করেছেন, তাকে এখন দপ্তর বুঝিয়ে কাজের দায়িত্ব দেয়া হবে।
কিন্ত তত্বাবধায়ক প্রকৌশলীর পদতো খালি নেই, তাকে ( শহিদুল আফরোজ) কোথায় পদায়ন করা হবে, যদি তার পুরনো কর্মস্থল পিএন্ডডিকিউএসে দায়িত্ব দেয়া তাহলে একটিং তত্বাবধায়ক প্রকৌশলী আমিনুল হাসিবকে কোথায় দায়িত্ব দেয়া হবে?

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।