শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
হোয়াইট হাউসের জনসংযোগ প্রধান হিকসের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক :  দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টার দায়িত্বপালনকারী হোয়াইট হাউসের জনসংযোগ সচিব হোপ হিকস পদত্যাগ করছেন। ২৯ বছর বয়সী সাবেক মডেল ও ট্রাম্পের নিজের প্রতিষ্ঠানের সাবেক কর্মী হিকস গত কয়েক বছর ধরেই মার্কিন প্রেসিডেন্টের পাশে ছায়ার মত ছিলেন। সহকর্মীদের কাছে এ শীর্ষ কর্মকর্তা বলেছেন, হোয়াইট হাউসে যা যা অর্জন করা যায় তার সবই পেয়েছেন তিনি। ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে হিকস ছিলেন হোয়াইট হাউসের চতুর্থ জনসংযোগ প্রধান। বুধবার মার্কিন প্রশাসন তার পদত্যাগের খবর দেয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, ঘোষণা দিলেও হোপস কবে দায়িত্ব ছেড়ে দেবেন তা অনিশ্চিত। পদত্যাগে ঘোষণার সঙ্গে মঙ্গলবার মার্কিন কংগ্রেসের গোয়েন্দা কমিটিতে দেওয়ার জনসংযোগ প্রধানের সাক্ষ্যের কোনো সংযোগ নেই বলেও দাবি করেন তিনি। ওই সাক্ষ্যে হিকস প্রেসিডেন্ট ট্রাম্পের হয়ে মাঝে মাঝে দক্ষতিকর নয় এমন মিথ্যা’ বলার কথা জানালেও ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে মিথ্যা বলার কথা অস্বীকার করেছেন। দুই বছর আগে ওই প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় হিকস রিপাবলিকান শিবিরের প্রেস সচিব ছিলেন। বিবিসি।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।