শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২০১৯ সালের বিশ্ব ইজতেমা শুরু ১১ জানুয়ারি

একুশে বার্তা ডেক্স : তাবলিগ জামাত আয়োজিত ২০১৯ সালের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরের মতো ২০১৯ সালেও দুই ধাপে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।

বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন  জানান, ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হবে ২০১৯ সালের ১১ জানুয়ারি (শুক্রবার)। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ১৩ জানুয়ারি শেষ হবে।

এর চারদিন পর আবার একইভাবে ১৮ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় ধাপ, আর আখেরি মোনাজাতে ২০ জানুয়ারি শেষ হবে।

ওই বছর বিশ্ব ইজতেমায় অংশ নেবে বিদেশি মুসল্লিসহ দেশের ১৬ জেলার সল্লি।

তিনি আরো জানান, বিশ্ব ইজতেমার মুরুব্বিদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ২০১৯ সালের বিশ্ব ইজতেমার তারিখ নিধারণ করা হয়। মুসল্লিদের সুবিধার্থে আগামী বছরও দুই ধাপে অনুষ্ঠিত হবে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।