শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গণতন্ত্র হরন করার প্রতিবাদে : ৫ জানুয়ারী সোহরাওয়ার্দীতে সমাবেশে করবে বিএনপি : অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি

স্টাফ রিপোর্টার : ২০১৪ সালের ‘একদলীয়’নির্বাচনের বর্ষপূর্তি পালনে ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

৩০ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় এক আলোচনাসভা থেকে দলের এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আগামী ৫ জানুয়ারি আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কর্মসূচি নিয়েছি। আমরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠিও দিয়েছি। ওইদিন গণতন্ত্রকে হরণ করা হয়েছিল। সেই দিবসটিতে সমাবেশ করে আমরা এর প্রতিবাদ জানাব। এই সমাবেশ সফল করার জন্য দলের নেতা-কর্মীসহ সবাইকে প্রস্তুত হওয়ার আহবান জানান।

বেইলি রোডে রোভার গালর্স গাইড হাউজ মিলনায়তনে বিএনপির অঙ্গসংগঠন জাসাস এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনাসভা হয়। আলোচনাসভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন জাসাস শিল্পীরা।

সংগঠনের সভাপতি অধ্যাপক মামুন আহমেদর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাকির হোসেন রোকনের পরিচালনায় আলোচনাসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, কবি আবদুল হাই শিকদার, রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান, সহসভাপতি বাবুল আহমেদ, ওবায়দুর রহমান চন্দন, সালাহউদ্দিন মোল্লা, জাহাঙ্গীর আলম রিপন, রফিকুল ইসলাম, আহসানউল্লাহ চৌধুরী, মীর সানাউল হক, হাসান চৌধুরী, শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ বক্তব্য রাখেন।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।