মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উইদোদো- শেখ হাসিনা বৈঠক

একুশে বার্তা প্রতিবেদন : বাংলাদেশ সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যে পাঁচটি চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা রয়েছে।

২৮ জানুয়ারি রোববার ১০টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর উইদোদো কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তাদের মুখ থেকে শুনবেন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। রাতে ঢাকায় ফিরেই জাকার্তার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর।

উল্লেখ্য, তিনদিনের রাষ্ট্রীয় সফরে গত ২৭ জানুয়ারি শনিবার ঢাকায় এসে পৌঁছেছেন জোকো।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।