শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল বাস, সিএএবির প্রকৌশলী নিহত

ডেক্স রিপোর্ট :  রাইদা পরিবহনের একটি বাস গত ১৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন মাইদুল ইসলাম সিদ্দিকী (৩৬) নামে এক প্রকৌশলী। তিনি সিভিল এভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী।

বাসটি তৃতীয় টার্মিনালের কাছে নির্মাণাধীন টিনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস বলেন, রাইদা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বেষ্টনীর ভেতরে ঢুকে যায়। ওই সময় রাস্তা দিয়ে যাওয়া মোটরসাইকেলে থাকা আরোহী মাইদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ময়নাতদন্ত শেষে মাইদুল ইসলামের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান এসআই।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।