শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জয়ের আমেজে লংকানরা

খেলাধূল ডেক্স : ২০০ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে চতুর্থ দিনের শেষ বিকেলে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে লংকানরা। ৮১ রানেই ৩ উইকেট তুলে নিয়ে দিন শেষে বেশ ফুরফুরে মেজাজে সফরকারীরা। চট্টগ্রাম টেস্ট এখন জয়ের আমেজ পেতে শুরু করেছে তারা। জয়ের জন্য যেভাবে পরিকল্পনা করে এগোতে হয়, ঠিক সেভাবেই এই টেস্টের চারটি দিন পার করেছে শ্রীলংকা দল। এখন পঞ্চম দিনে আজ টাইগারদের সাত উইকেট যত তাড়াতাড়ি তুলে নিতে পারবে, ততই জয়টা সুনিশ্চিত হবে লংকানদের।

এ অবস্থায় শনিবার ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে খুশি খুশি ভাব নিয়েই ঢুকলেন লংকান দলের উইকেটকিপার নিরোশান দিকওয়েলা। চোখেমুখে তার জয়ের স্বপ্ন! এই টেস্টে যে তাদের জয়ের একটি ভালো সুযোগ এসেছে, সেটি মুখেও বললেন। ‘এই টেস্ট ম্যাচটি জয়ের ভালো একটি সুযোগ রয়েছে আমাদের। উইকেটও বেশ ভালো। বল টার্ন করছে। আমরা আশা করছি, পঞ্চম দিনটা ভালোভাবে শুরু করতে পারব। আমাদের বোলাররা ভালো জায়গায় লাইন ও লেন্থ ঠিক রেখে বল করছেন।’

চট্টগ্রাম টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনের অধিকাংশ সময়ই লংকান ব্যাটসম্যানরা তাইজুল-মিরাজদের শাসন করেছেন। প্রথম ইনিংসে টাইগারদের করা ৫১৩ রানের চাপ মাথায় নিয়েও অসাধারণ ব্যাট করে গেছেন কুশল মেন্ডিজ-ডি সিলভারা। তিন সেঞ্চুরির ওপর ভর করে ৭১৩ রান তুলে নিয়েছে লংকানরা। সে সঙ্গে এই টেস্টের চালকের আসনেও বসেছে তারা। সতীর্থদের এমন মনোমুগ্ধকর ব্যাটিং ড্রেসিংরুমে বসে বেশ উপভোগ করেছেন নিরোশান দিকওয়েলা, ‘এই ম্যাচের গত দুটি দিন আমাদের ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছেন। বিশেষ করে কুশল মেন্ডিজ ও ধনঞ্জয়া ডি সিলভার অ্যাপ্রোচ ছিল অসাধারণ। ড্রেসিংরুমে বসে তাদের ব্যাটিং বেশ উপভোগ করেছি। শেষের দিকে আমিও ব্যাট হাতে কিছুটা অবদান রাখতে পেরে আনন্দিত। সব মিলিয়ে এই দুটি দিন ছিল একান্তই আমাদের। ব্যাটিং নিয়ে শতভাগ সন্তুষ্ট আমরা। যদিও আমি আবারও সেঞ্চুরি মিস করেছি। গত কয়েকটি ইনিংসই শেষ পর্যন্ত সেঞ্চুরি বানাতে পারিনি। বাংলাদেশ দলের বোলাররা ভালোই বল করেছেন। তবে আমিও ব্যাট হাতে নিজের দায়িত্ব পালন করেছি ভালোভাবেই।’

সতীর্থ রোশান সিলভার ব্যাটিংয়েরও প্রশংসা ঝরেছে দিকওয়েলার কণ্ঠে। ‘রোশান বেশ অভিজ্ঞ ত্রিক্রকেটার। সে দলের জন্য নিয়মিতই রান করে যাচ্ছে।’ চতুর্থ দিনের শেষ বলে আউট হয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। যে পরিস্থিতিতে তিনি ব্যাট করছিলেন, তাতে তার ব্যাটিং অ্যাপ্রোচটি নেতিবাচক ছিল বলে মনে করেন এই লংকান ক্রিকেটার। এই উইকেটে আরও ইতিবাচক অ্যাপ্রোচ নিয়ে খেললে ভালো হবে বলেও টাইগার ব্যাটসম্যানদের পরামর্শ দিলেন লংকান এই উইকেটকিপার

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।