বুধবার, ২২ মে ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১১ ফেব্রুয়ারি ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

একুশে বার্তা ডেক্স ; আগামী ১৩ ফেব্রুয়ারি ইতালির রোমে কৃষি উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক তহবিল-ইফাডের ৪১তম গভর্নিং কাউন্সিলের উদ্বোধনী সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফাডের প্রেসিডেন্ট গিলবার্ট এফ হাংবোর আমন্ত্রণে এ কাউন্সিলে যোগ দিতে আগামী ১১ ফেব্রুয়ারি ইতালি যাচ্ছেন তিনি। পাশাপাশি তিনি ভ্যাটিকান সিটি পরিদর্শন করবেন এবং পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।  পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর প্রবন্ধে কৃষি ক্ষেত্রে বাংলাদেশের অর্জন এবং গ্রামীণ যুবশক্তির উন্নয়নে সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরা হবে। দরিদ্র ও প্রান্তিক গোষ্ঠীর জীবন মানোন্নয়নে বিনিয়োগ এবং পল্লী জনগণের ক্ষমতায়নে স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে কথা বলবেন তিনি। ইফাডের আগের অধিবেশনগুলোতে মূল প্রবন্ধ উপস্থাপন করেছিলেন মরিশাশ, ইতালি, ঘানা, রুয়ান্ডা এবং চীনের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচিতে ইফাড ৭৮২ মিলিয়ন মার্কিন ডলার সহজ শর্তে ঋণ সুবিধা দিয়েছে।  পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, ইফাডের গর্ভনিং কাউন্সিলের আগের দিন ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাটিকান সিটিতে যাবেন এবং পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফরে সঙ্গী হচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ সংশ্নিষ্ট উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা। ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।