শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
একুশে গানের রচয়িতা সাংবাদিক গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার : একুশে গানের রচয়িতা সাংবাদিক, কলামিস্ট  আবদুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ । ১৯ দিন ধরে তিনি লন্ডনের মিডলসেক্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তার মেয়ে নিীতা জানিয়েছেন। ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে রচিত প্রভাতফেরির সেই কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’র মহান রচয়িতা ও খ্যাতিমান সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী। তিনি ডায়াবেটিস, কিডনি ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছেন।

৩৩ দিন আগে তিনি লন্ডনের মিড্লসেক্সের মেথুয়েন রোডে নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে কোমরে ব্যথা পান এবং ১৯ দিন ধরে সেখানকার নর্থউইক পার্ক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  তার এমআরআই করা হয়েছে।

সংবাদ-সাহিত্যের এক কীর্তিমান পুরুষ আবদুল গাফ্ফার চৌধুুরী। যার যুক্তিনির্ভর ক্ষুরধার কলামের অপেক্ষায় থাকে বাংলাদেশের ও প্রবাসে বসবাসরত সিংহভাগ পাঠক। নন্দিত এই সাংবাদিকের রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।