শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
লন্ডনে পাচার কালে ৫০ কুমিরছানা জব্দ

একুশে বার্তা প্রতিবেদন : লন্ডনে পাচারকালে হিথ্রো বিমানবন্দরে ৫০ টি জীবিত কুমিরছানা জব্দ করা হয়েছে। মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইটের মালামালের চালান পরিদর্শন করার সময় বিষয়টি ধরা পড়ে।

জানা যায়, বন্যপ্রাণী পরিবহনের নীতিমালা লঙ্ঘন করে ছোট পাঁচটি বাক্স করে এক বছর বয়স্ক কুমিরগুলোকে নিয়ে আনা হয়েছে। কুমিরছানাগুলো ৩০ সে.মি. লম্বা, বক্সের ভেতর জায়গা কম থাকার কারণে কুমিরগুলো বক্সের ভেতরেই লড়াই করছিল। এতে একটি কুমির মারা যায়।

ক্যামব্রিজশায়ারের একটি খামারে কুমিরছানাগুলো পাঠানোর কথা থাকলেও জব্দ করার পর তাদেরকে যুক্তরাজ্যভিত্তিক কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেঞ্জার্ড স্পিসিস(এসআইটিইএস) নামক একটি সংগঠনের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।