শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
যাত্রী ল্যাগেজে ছাড় : এখন থেকে ৫টির জায়গায় ৮ টি মোবাইল আনতে পারবে : ১লা জানুয়ারী থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক : বিটিসিএল ব্যক্তিগত যাত্রী ল্যগেজে কিছুটা ছাড় দিয়েছে। আগে যেখানে একজন যাত্রী ব্যক্তিগত যাত্রী ল্যাগেজের সুবিধায় ৫টি মোবাইল ফোন সেট আনতে পারতেন এখন সেখানে ৮টি মোবাইল ফোন সেট াানতে পারবেন। বিটিসিএল সূত্রে এ খবর জানা গেছে।

সূত্র জানায় ,ব্যক্তিগত ব্যবহার কিংবা অবাণিজ্যিক ‍উদ্দেশ্যে আনা ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন হ্যান্ডসেট আমদানির সংখ্যা পাঁচের পরিবর্তে আটটি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পরিচালক লে. কর্নেল সুফি মোহাম্মদ মঈনউদ্দিন স্বাক্ষরিত ১২ ডিসেম্বরের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, একজন যাত্রী বিটিআরসির ছাড়পত্র ছাড়াই আটটি মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন। বর্তমানে এই সংখ্যা পাঁচ। আটটির বেশি আনলে বিটিআরসির অনুমোদন ও অন্যান্য কাস্টমস বিধান প্রযোজ্য হবে। এ আদেশ ১ জানুয়ারি ২০১৮ থেকে কার্যকর হবে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।