শনিবার, ১৮ মে ২০২৪, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এরশাদের আপেক্ষ : আ’লীগকে ৩ বার ক্ষমতায় এনেছি, বিনিময়ে কিছুই পাইনি

নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আপেক্ষ করে বলেছেন, ‘আওয়ামী লীগকে তিন তিনবার ক্ষমতায় এনেছি , বিনিময়ে কিছুই পাইনি। তিনবার আমাদের সহযোগিতায় ক্ষমতায় এসেছে আওয়ামীলীগ।

১ জানুয়ারী সোমবার জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এতে সভাপতিত্ব করেন।

জাতীয় পার্টি ছাড়া আগামী নির্বাচন হবে না দাবি করে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘এতদিন পরে আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি। আগামী নির্বাচনে জাতীয় পার্টি বিগ ফ্যাক্টর হবে। আমরা দেখাব, জাতীয় পার্টি সবচেয়ে জনপ্রিয় দল। মানুষ পরিবর্তন চায়, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘তোমরা প্রস্তুত হও, আগামী নির্বাচনে জাতীয় পার্টি লড়াই করে বিজয় ছিনিয়ে আনবে। ক্ষমতায় যাবে। সুযোগ কাজে লাগানোর জন্য লড়াই করতে হবে। বিজয় ছিনিয়ে আনতে হবে।’

এরশাদ বলেন, ‘১৯৯৬ সালে বিএনপির দেয়া প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে সমর্থন দেয়ার বিনিময়ে তারা (আওয়ামী লীগ) আমার দলের তখনকার মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জুকে দিয়ে দল ভাঙালেন, আমাদের ১৪ জন সংসদ সদস্যকে কিনে নিলেন। আমাকে পাঁচ কোটি টাকা জরিমানা করাসহ নির্বাচনে অযোগ্য করা হলো।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘২০০৮ সালে মহাজোট করলাম। কথা ছিল ৪৮টি আসন দেয়া হবে, কিন্তু দেয়া হলো মাত্র ৩৩টি। জয়ী হলাম ২৯টিতে। বিএনপি পেলো ৩০টি। আমাদের কাছ থেকে যদি সেই ১৭টি আসন কেড়ে না নেয়া হতো তাহলে আমরা তখনই প্রধান বিরোধীদল হই। কিন্তু আওয়ামী লীগ তা হতে দিলো না। আর ২০১৪ সালে জাতীয় পার্টি যদি নির্বাচনে না যেতো তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতির ইতিহাস অন্যভাবে লেখা হতো’।

বিএনপির কথা উল্লেখ করে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘সীমাহীন অত্যাচারের মাধ্যমে বিএনপি আমাদের নিঃশেষ করে দিতে চেয়েছিল। আল্লাহ আছেন, বিচার আছে। আমাকে এবং আমার পরিবারকে বিনা দোষে কারাগারে নিক্ষেপ করেছিলেন। আজ (বেগম জিয়া) কারাগার আপনার অতি সন্নিকটে। আমার প্রতি অনেক অন্যায় কাজ করেছেন, আজ তার প্রতিফল পাচ্ছেন’।

আওয়ামী লীগ ও বিএনপি প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘কেউ আমাদের সঙ্গে সুবিচার করেনি। আওয়ামী লীগ-বিএনপি কেউ আমাদের প্রতি সদয় ছিল না। এত অত্যাচারের পরও আমরা বেঁচে আছি কেন? জাতীয় পার্টি ফ্যাক্টর কেন? কারণ আমরা মানুষের সঙ্গে অন্যায় করিনি। আমাদের হাতে রক্তের দাগ নেই। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই।’

 

সভাপতির বক্তব্যে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, জনগণ এখন সুষ্ঠু নির্বাচন চায়। জাতীয় পার্টিও চায়। রংপুরে এর প্রতিফলন ঘটেছে।

মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘দেশের মানুষ আগামীতে এরশাদকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। রংপুর থেকে আমাদের বিজয়ের যে যাত্রা শুরু হয়েছে। আমরা তা অব্যাহত রাখতে চাই।’

সভা শেষে রাজধানীতে ব্যাপক শোডাউন করেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।