শনিবার, ১৮ মে ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গোয়েন্দা সংস্থার সই জাল করে পাক পণ্য খালাস : সিএন্ডএফ সিনথিয়া শাজাহানসহ ২ কর্মচারী গ্রেফতার : জেলে অন্তরীণ

বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল বিমানবন্দরের এয়ারফ্রেইট আমদানি শাখার ১ নং ডেলিভারি গেট দিয়ে পাকিস্তানী পণ্য খালাসে গোয়েন্দা সংস্থার সই জাল করে পণ্য খালাস করার অপরাধে সিএন্ডএফ এজেন্ট সিনথিয়ার মালিক শাজাহান এবং তার দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত সিনথিয়ার মালিক শাজাহানকে ৬০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছে এবং দুই কর্মচারীকে ৬ মাসের জেল দিয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ১৩ জুলাই এয়ার ফ্রেইট আমদানি শাখার ১ নং ডেলিভারি গেটে।
এয়ারফ্রেইট কেন্দ্রিক সিএন্ডএফ ব্যবসায়াীরা জানান, পাকিস্তানী পন্যের ওপর রেড সিগনাল থাকায় এ দেশের পণ্য খালাসে গোয়েন্দা সংস্থার অনুমোদন লাগে। কিন্ত সিএন্ডএফ প্রতিষ্ঠান সিনথিয়ার মালিক গোয়েন্দা সংস্থার সই জাল করে পণ্য খালাস করায় জেল জরিমানা করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বিমানের নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা জানান, পাক পণ্য খালাসে গোয়েন্দা সংস্থার অনুমোদন লাগে। সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টরা গোয়েন্দা সংস্থার অনুমোদন নিয়ে পাক পণ্য খালাস করে থাকে। কিন্ত সিএন্ডএফ প্রতিষ্ঠান সিনথিয়া এ নিয়মের ব্যত্যয় করায় এর মালিক ও ২ কর্মচারীকে জেলে পাঠানো হয়েছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।