শুক্রবার, ১০ মে ২০২৪, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

খেলা ডেক্স : নারীদের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফাইনালে বাংলাদেশকে ১১৩ রানের টার্গেট দিয়েছে ভারত। এই প্রথম কোনো আন্তর্জাতিক আসরে শিরোপা জয়ের মিশনে ভারতে বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল।এর আগে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রান তোলে ভারতীয়রা।

মালয়েশিয়ার কুলালামপুরে কিনারার একাডেমি ওভালে ম্যাচের শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যাসনদের চেপে ধরেন তিন স্পিনার নাহিদা, সালমা আর খাদিজাতুল কোবরা।দলীয় ১১ রানে নাহিদার দুর্দান্ত থ্রুতে রান আউটে কাটা পড়েন ওপেনার স্মৃতি। এরপর ৪ রান করা দীপ্তি শর্মা বোল্ড করেন পেসার জাহানারা আলম।ভারতের রান তখন ২ ইউকেটে ২৬ থিতু হওয়ার আগে আরেক ওপেনার মিতালি রাজকে তুলে নেন খাজিদাতুল কোবরা। সুবিধা করতে পারেননি আমেজা পাতিল। ফিল্ডিংয়ে বাধা দেওয়ার কারণে আউট হন তিনি। ভারতের স্কোর তখন ৩২ রান। এরপর ১১ রান করা বিদ্যাকে বোল্ড করেন অধিনায়ক সালমা।১৩তম ওভারে ভেদা কৃঞ্চমূর্তিকেও তুলে নেন অধিনায়ক সালমা। তাঁকে বোল্ড আউট করেন এই স্পিনার।১৫তম ওভারে ২ উইকেট তুলে নেন রুমানা আহমেদ। দ্বিতীয় বলে তাঁকে ডাউন দ্য উইকেট এসে উড়িয়ে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন তানিয়া ভাটিয়া। তিন বল পর শিখা পাণ্ডেকে শামীমা সুলতানার ক্যাচে পরিণত করেন রুমানা।প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও পাকিস্তান, ভারত, থাইল্যান্ড আর স্বাগতিক মালয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।  এশিয়া কাপের আগের ৬ আসরেই চ্যাম্পিয়ন ভারত। লিগ পর্বে বাংলাদেশের কাছে হারতে হয়েছে হারমান প্রিত সিং বাহিনীকে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।