শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিম্ন আদালতের বিচারকদের নামের আগে ডক্টর বা ব্যারিস্টার নয় : হাইকোর্ট

ডেক্স রিপোর্ট  : নিম্ন আদালতের কোনো বিচারক নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনো পদবী লিখতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

পরে ওই কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ বলেন, ‘ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামানের একটি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন নিয়ে এসেছিলেন আকরাম উদ্দিন নামে একজন আইনজীবী।

তখন আদালত বিচারকের নামের আগে ডক্টর দেখে স্ব-প্রণোদিত ভাবে এ আদেশ দেন।ঢাকার বিশেষ জজ আদালত -৫ বিচারক আখতারুজ্জামান খালেদা জিয়ার দুটি  মামলা রায়ও দেন। আমাদের সময় ডটকম

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।