শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা

ডেক্স প্রতিবেদন : শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৪ ডিসেম্বর  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দলের নেতা-কর্মীদের নিয়ে স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়া অঙ্গসংগঠনের নেতা সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, মুন্সি বজলুল বাসিত আনজু, আহসানউল্লাহ হাসান, রাজীব আহসান, আসাদুজ্জামান আসাদসহ কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একাত্তর সালে যে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, স্বপ্ন দেখেছি, সেই গণতন্ত্র আজ অনুপস্থিত। এক অবরুদ্ধ অবস্থায় আমরা বাস করছি।

গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বিএনপি সংগ্রাম করছে জানিয়ে তিনি বলেন, আমরা লড়াই করছি, এই লড়াইয়ে আমরা বিজয়ী হবোই। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিএনপি মহাসচিব বলেন, এই দিনে পাকিস্তানিরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের মেধাবী সন্তানদের হত্যা করেছে। তাদের এই আত্মত্যাগ কখনো পূরণ হওয়ার নয়।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।