শুক্রবার, ১০ মে ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ভারতকে হটিয়ে শীর্ষে ইংল্যান্ড

খেলা ডেক্স : টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা ইংল্যান্ডের কাছে ওয়ানডেতে শীর্ষস্থান হারাল ভারত। ২০১৩ সালের পর এই প্রথম শীর্ষে উঠল ইংল্যান্ড। ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১২৫। ১২২ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে কোহলিরা।

টেস্টে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ওয়ান ডেতে রয়েছে তিন নম্বরে। চারে নিউজিল্যান্ড ও পাঁচে অস্ট্রেলিয়া। এই পাঁচ দলই টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের টপ পাঁচে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের অবস্থান যথারীতি সাত নম্বরেই।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারত ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তিনে অস্ট্রেলিয়া। চারে নিউজিল্যান্ড ও পাঁচে ইংল্যান্ড। আর বাংলাদেশ প্রথমবারের মতো ওঠে এসেছে আট নম্বরে।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের জন্য অবশ্যই এই শীর্ষে ওঠাটা সুখবর। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের খারাপ পারফরমেন্সের পর থেকেই আবার নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইংল্যান্ড। তারই ফল পেল পরবর্তী বিশ্বকাপের এক বছর আগে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।