শুক্রবার, ১০ মে ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শুভ জন্মদিন মুশফিকুর রহিম

খেলা ডেক্স : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেট কিপার মুশফিকুর রহিমের ৩০তম জন্মদিন আজ। ১৯৮৮ সালের এই দিনে রাজশাহী বিভাগের বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

মাত্র ১৬ বছর বয়সে লিটল মাস্টার মুশফিকের বাংলাদেশের জার্সি গায়ে টেস্ট অভিষেক হয় ২০০৫ সালে। জীবনের প্রথম টেস্টটি খেলতে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে নামেন।  ঠিক তার পরের বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়। এর পরেই বাংলাদেশ ক্রিকেটের প্রাণ হয়ে উঠেন তিনি।

ডানহাতি এই উইকেটকিপার জাতীয় দলের হয়ে ১৮৪টি ওয়ানডে খেলে ইতিমধ্যে ৪ হাজার ৭১৮ রান করেছেন। যার মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও ২৮টি অর্ধশতক রয়েছে  এই ব্যাটসম্যানের।

এ ছাড়া বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬০ টেস্ট খেলে ৩ হাজার ৬৩৬ রান করেন মুশফিক। যার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি,১৯টি হাফ সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি। আর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৬০ ম্যাচ খেলে ১০১২ রান করেন এই ক্রিকেট তারকা।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।