সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিভিল এভিয়েশনে মসজিদ সভাপতি—

স্টাফ রিপোর্টার : সিভিল এভিয়েশনের একটি মসজিদে পদাধিকার বলে একজন সংখ্যালঘুকে সভাপতি করা হয়েছে। এ নিয়ে মুসল্লিরা আপত্তি তুলছেন। বিষয়টি জানতে পরিচালক সিএটিসির অফিসে গিয়ে পাওয়া যায়নি। পিএ সেলিম বলেন, স্যার বাইরে আছেন, আপনি পরে আসুন।
এ দিকে সিএটিসিতে ‘কেয়ারটেকার’ পদে গার্ড আব্দুর রাজ্জাক দীর্ঘদিন থাকা, তার রিুদ্ধে ৩ দফা অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর নতুন পরিচালক সিএইটসিতে ‘কেয়ারটেকার’ পদ বিলুপ্ত করা হয়েছে। ওই পদে দীর্ঘদিন দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি গার্ড আব্দুর রাজ্জাককে সিএটিসি থেকে অন্যত্র বদলি না করে শিফটিং ডিউটি দিয়ে সিএটিসিতেই আগলে রাখা হয়েছে।
ফলে গার্ড রাজ্জাক অনিয়ম করেও পুরনো কর্মস্থলেই বহাল। তার কাওলার বহুতল বাড়িটি নিয়েও তদন্ত সংস্থা তদন্তে মাঠে, সিএএবি সদস্য হাবীব তালুকদারের বাড়ির পাশেই তার বহুতল বাড়ি।মেয়ে রুমিকেও তিনি সিএএবিতে তদবির করে গার্ড পদে চাকরিতে বহাল করেছেন , গার্ড আব্দুর রাজ্জাক ঘোষণা দিয়েছেন যে, সিএটিসি থেকেই পিআরএলএ যাবেন। বিস্তারিত প্রতিবেদন আসছে-

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।