শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা কাস্টমস হাউজ : বহিরাগত নাসিরকে ‘না’ করে দিলেন কমিশনার : বহিরাগত নজরুল ক্লাবের আইডিটিতে বহাল

বিশেষ সংবাদদাতা : ঢাকা কাস্টমস হাউজে প্রিভেনটিভে কর্মরত বহিরাগত মেসেন্ঞার নাসিরকে কমিশনার মহোদয় পিএ দিয়ে ডেকে নিয়ে চাকরি নট করে দিলেন । কিন্ত বহিরাগত কাস্টমস ক্লাবের আইডিতে বহাল থাকলো নজরুল। এই নজরুল এখন হাউজেও কাজ করছে এবং ফ্রেইটেও কাজ করছে। ঘটনা গত ৫ ডিসেম্বর মংগলবার।
ঘটনার সত্যতা স্বীকার করে পিএ টু কমিশনার জানান, স্যার আমাকে নাসিরকে ডেকে আনতে বলেছেন, আমি স্যারের হুকুম পালন করেছি। পরে নাসিরকে ‘না’ করে দেয়া হয়েছে।
ঢাকা কাস্টমস হাউজে কানাঘুষ চলছে, কোন বড় অপরাধে একজন বহিরাগতকে কমিশনার ডেকে পাঠাতে পারেন। নাসিরকে ‘না’ করে দেয়ায় বহিরাগতদের মধ্যে দরদ উৎলে ওঠেছে, তারা নাসিরের জন্য সহমর্মিতা প্রকাশ করছে।
উল্লেখ্য, ঢাকা কাস্টমস হাউজে একাধিক বহিরাগত রয়েছে। এদের মধ্যে ১৫-২০ জনকে কাস্টমস ক্লাবের আইডি দিয়ে বৈধ করে নেয়া হয়েছে। পদাধিকার বলে হাউজ কমিশনার কাস্টমস ক্লাবের সভাপতি।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।