শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আইসোলেশন থেকে হাসপাতালে ভর্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : চীন থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের অন্তত ২০০টি দেশে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে, আইসোলেশনে থাকার ১০দিন পর বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয় বরিস জনসনকে।

ডাউনিং স্ট্রিটের ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সূত্র বলছে, বরিস জনসনকে রুটিন টেস্টের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের পরামর্শে রাতে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে। করোনা শনাক্তের ১০ দিন পরও শরীরে এ ভাইরাসের উপসর্গগুলো থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আপাতত হাসপাতালে রেখে তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এর আগে, গত ২৭ মার্চ এক ভিডিও বার্তায় বরিস জনসন জানান, তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছ। এরপর স্বেচ্ছা-আইসোলেশনে যান তিনি।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।