সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
তিতাস গ্যাসের এমডির বাসায় সামনে ককটের বিস্ফোরণ, যা বললেন এমডি

ডেক্স রিপোর্ট : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লা রাজধানীর আদাবরের যে ভবনে থাকেন সেই ভবনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৭টার দিকে আদাবরের নবোদয় হাউজিং সোসাইটির বি ব্লকের ১৩ নম্বর প্লটে অবস্থিত মুক্তাগাছা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

সাত তলাবিশিষ্ট মুক্তাগাছা ভবনের প্রথম প্রথম তলায় একটি ডেভেলপমেন্ট কোম্পানি আছে। বাকি ৬ তলায় ১২টি পরিবার বাস করে। এর মধ্যে পাঁচ তলায় থাকেন তিতাসের এমডি হারুনুর রশীদ মোল্লা।

তিতাসের এমডি বলেন, ‘আমার এখানে ককটেল বিস্ফোরণের কোনো প্রশ্নই উঠে না। আমার বাসা ওই বিল্ডিংয়ের পাঁচ তলায়। সেখানে (পুরো ভবনে) কত পরিবার থাকে। সকালে কে বা কারা রাস্তায় ককটেল ফাটিয়েছে, সেটাকে কেউ কেউ আমার বাসায় ককটেল বিস্ফোরণ বলে প্রচার করছে।’

তিনি বলেন, ‘আমি অবৈধ সংযোগ এবং বকেয়া বিলের কারণে অনেক সংযোগ বিচ্ছিন্ন করছি। আমি একজন সরকারি চাকুরিজীবী। মন্ত্রণালয়ের নির্দেশে কাজ করি। এতে কেউ সংক্ষুব্ধ থাকতে পারে, কিন্তু তার সঙ্গে ককটেল বিস্ফোরণের কোনো সম্পর্ক নাই।’

হারুনুর রশীদ মোল্লা বলেন, ‘কে বা কারা, কেন রাস্তায় ককটেল ফাটাল সেটা পুলিশ বলতে পারবে।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।