রবিবার, ১২ মে ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিএএবি : তালিকা করে করে বদলি , ঘুষ বাণিজ্য: অনেকে বলিরপাঠা

বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনে সংশ্লিষ্ট বিভাগ এবং প্রশাসন থেকে তালিকা করে করে ডেকে নিয়ে বদলি বাণিজ্য শুরু হয়েছে। এর বিনিময়ে লাখ টাকা করে হাতিয়ে নেয়ার কথাও শোনা যায়। এতে অনেকে বলিরপাঠা হচ্ছেন। গত আগস্ট এবং চলতি সেপ্টেম্বর মাসে এ রকম দুটি তালিকা করে শাহজালাল বিমানবন্দরের মতো স্পর্শকাতর বিমানবন্দরের নিরাপত্তা অরক্ষিত রেখে এই বিমানবন্দর থেকে ৩ নিরাপত্তা সুপারসহ ১২ জনকে সিলেট ও যশোহর বিমানবন্দরে বদলি করা হয়েছে। এর আগে গার্ড জলিলসহ আরো কয়েকজনকে সিলেট বিমানবন্দরে বদলি করা হয়। সিএটিসির পরিচালকের পিএ জাহাংগির হোসেনকেও সিলেটে বদলি করা হয়েছে। তালিকা করে করে জনপ্রতি লাখ টাকা ঘুষ নিয়ে ঢাকা থেকে ঢাকার বাইরে আবার ঢাকার বাইরে থেকে ঢাকায় নিরাপত্তা বিভাগের জনবলকে বদলি /সংযুক্তি করা হচ্ছে বলে সিএএবিতে চাউর হয়ে গেছে। এই তালিকা করা হচ্ছে সদর দপ্তরের এফসেক সেল থেকে। একজন এডি এবং একজন প্রভাবশালি নিরাপত্তা কর্মকর্তা- যিনি এক জায়গায় প্রায় ১৫ বছর বসে আছেন- তারাই এই বদলি বাণিজ্যের হোতা। এর সাথে যুক্ত হচ্ছে প্রশাসন বিভাগ। এই বিভাগের মতামত চাওলা হলেও তা নয়ছয় করে সময়ক্ষেপণ করে অবশেষে স্ট্যান্ডরিলিজ করে দেয়া হচ্ছে। এ ক্ষেত্রে মানবিক দিক ওবে গেছে। বিস্তারিত পরের কিস্তিতে-

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।