বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাতে বেঞ্চ বসালেন হাইকোর্ট, ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪ শিশু জামিনে মুক্ত : ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব

নিউজ ডেক্স:  যশোরের জেলা প্রশাসককে পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র হতে  চার শিশুকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে রাতের মধ্যেই তাদের অভিভাবকের নিকট পৌঁছে দিতে নির্দেশ দেন  হাইকোর্ট। একইসঙ্গে শুক্রবার সকাল ১০টার মধ্যে  বরিশালের বাকেরগঞ্জ থানার ওসিকে এ বিষয়ে টেলিফোনে সুপ্রিম কোর্ট প্রশাসনকে অগ্রগতি প্রতিবেদন জানাতে বলা হয়েছে। এক শিশুকে ধর্ষণের মামলায় বাকেরগঞ্জ থানা পুলিশ গত ৬ অক্টোবর ওই চারজনকে গ্রেপ্তার করেছিলো। ৯ অক্টোবর শুক্রবার সকালে চার শিশুকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করে পুলিশ।

মামলায় আসামিদের একজ‌নের বয়স ১১ ও বাকি তিন জনের বয়স ১০ বছর দেখানো হ‌য়ে‌ছে। পরে ৭ অ‌ক্টোবর বিকেলে তাদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ আমলী আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতের বিচারক মো. এনায়েতউল্লাহ আসামি চার শিশুকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

সময় টিভিতে প্রচারিত সংবাদের ভিত্তিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামিমের বেঞ্চ ৮ অক্টোবর  বৃহস্পতিবার রাত ৯ টায় এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, হাইকোর্ট তাদের জামিন নিষ্পত্তি করতে আদেশ দেন। এরপর বরিশালের শিশু আদালত রাতেই শিশুদের জামিন দিয়েছেন।

বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আগামী রোববার সকাল সাড়ে ১১ টায় হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে  বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও চার শিশু এবং তাদের অভিভাবকসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে শিশুর ধর্ষণ সংক্রান্ত মেডিকেল রিপোর্ট হাইকোর্টে পাঠাতে নির্দেশ দিয়েছেন আদালত।

গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় ছয় বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ওই শিশুটির খেলারসাথী। ৪ অক্টোবর বিকেলে বাগানের মধ্যে খেলার সময় তাকে তিন আসামির সহ‌যোগিতায় এক আসামি ধর্ষণ করে।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।