শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাভোসের মঞ্চে পুরস্কৃত বলিউড ‘বাদশাহ’ শাহরুখ

বিনোদন ডেক্স : সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে এ বছর ‌ভারত থেকে ক্রিস্টাল পুরস্কার পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। একই পুরস্কার দেওয়া হল বিখ্যাত গায়ক এল্টন জন ও প্রখ্যাত হলিউড অভিনেত্রী কেট ব্লাঞ্চেটকেও। বিশ্বের সার্বিক পরিস্থিতি উন্নয়নে যেসব শিল্পী দায়বদ্ধতা দেখাচ্ছেন, পালন করছেন উল্লেখযোগ্য ভূমিকা, তাঁদের সম্মান জানানো হয় এই পুরস্কারের মধ্যে দিয়ে। দীর্ঘদিন ধরেই মুম্বইয়ের পশ্চিম সান্তাক্রুজে ‘‌মির ফাউন্ডেশন’‌ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান শাহরুখ। অ্যাসিড আক্রান্ত বা যে কোনওভাবে ভয়ঙ্কর পুড়ে যাওয়া অসহায় মহিলাদের সাহায্য করাই এই সংগঠনের কাজ। এরসঙ্গেই মহিলা ও শিশুদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে বছরের বিভিন্ন সময় প্রচারও চালান বলিউড বাদশা। সমাজের প্রতি এই দায়বদ্ধতাই তাঁকে এবার পৌঁছে দিয়েছে ক্রিস্টাল অ্যাওয়ার্ডের মঞ্চে। অনুষ্ঠানে শাহরুখ বলেন, কেটের মতো অভিনেত্রীর সঙ্গে একই পুরস্কার নিতে পেরে তিনি গর্বিত। তিনি নিজেও কেটের একজন বড় ভক্ত। তবে এই সম্মানের পেছনে রয়েছে তাঁর মা, স্ত্রী এবং মেয়ের অনুপ্রেরণা। শাহরুখ তাঁর বক্তব্য শেষ করেন ‘‌নমস্কার’‌ ও ‘‌জয়হিন্দ’‌ দিয়ে। এদিকে দাভোসে পৌঁছেই ‘‌কাল হো না হো’‌-‌এর ভঙ্গিমায় দু হাত ছড়িয়ে একটি ছবি টুইটারে পোস্ট করেন কিং খান। লেখেন, সুইৎজারল্যান্ডে এসে এটাই যদি না করলাম তো কী করলাম? দাভোস উপভোগ করছি। অন্যদিকে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে আসা দেশ–বিদেশের প্রতিনিধিরাও সাক্ষী থাকলেন শাহরুখের রসবোধের। মঞ্চে হঠাৎই কেটকে সেলফির জন্য অনুরোধ করেন শাহরুখ। পরেই মত পরিবর্তন করে বলেন, না থাক। এ ছবি দেখলে হয়তো আমার ছেলেমেয়েরা অপ্রস্তুত হয়ে পড়তে পারে!‌ হাসির রোল ওঠে দর্শকদের মধ্যে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।