শনিবার, ০৪ মে ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিভিল এভিয়েশন : অবশেষে সেই প্রকৌশলীকে স্ট্যাান্ডরিলিজ

স্টাফ রিপোর্টার : অবশেষে সিভিল এভিয়েশন প্রশাসন -সেই প্রকৌশলী, যিনি চাকরির শুরু থেকেই ঢাকায় কর্মরত, গেট কেলেংকারির নায়ক এবং বিভাগীয় মামলার আসামি উপসহকারি প্রকৌশলী কামরুজ্জামানকে চট্রগ্রাম বিমানবন্দরে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। গত রোববার এ সংক্রান্ত এক দাপ্তরিক চিঠি প্রকাশ করে সিএএবির প্রশাসন বিভাগ।
এ ব্যাপারে প্রধান প্রকৌশী জানান, কামরুজ্জামানের কোন দোষ নেই, চট্রগ্রাম বিমানবন্দরের একটি প্রজেক্টে কোন উপসহকারি প্রকৌশলী নেই, তাই কামরুজ্জামানকে বদলি করা হয়েছে।এতে বিভাগীয় মামলার কোন সমস্যা হবে না।
গেট কেলেংকারির মামলায় আরো ৬ জন প্রকৌশী বিভাগীয় মামলায় জড়িত। এ জন্য কারো কারো পদোন্নতি আটকে আছে।
এ ব্যাপরে ঠিকাদারকে বাদ দিয়ে বিমান মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, কিন্ত তদন্ত প্রতিবেদনে দুর্নীতির কথা স্বীকার করা হয়েছে, যে ঠিকাদারের মাধ্যমে গেটে কেলেংকারির ঘটনা ঘঠলো তাকে বাদ দেয় হলো!।
সিএএবির আভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন এখনও আলোরমুখ দেখেনি। ওই ৬ প্রকৌশলীর নথি নাকি গায়েব হয়ে গেছে, এ জন্য তদন্তে ভাটা পড়ছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।