রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিএএবি : অবশেষে আব্দুল মালেকই প্রধান প্রকৌশলী: ১ বছরের জন্য চাকরি নবায়ন: আনন্দের বন্যা, মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার : সিএএবিতে প্রধান প্রকৌশলী ছাড়া চলছিল এক পক্ষকালেরও বেশি সময়।অবশেষে গত ১৯ জানুয়ারি/২৩ এর অবসান হয়েছে।এ দিনই প্রঙাপন জারি করেছে জন প্রশাসন মন্ত্রণালয়, ১ বছরের জন্য মো. আব্দুল মালেকের চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। আগামি রোববার থেকে তিনি যথারীতি অফিস করবেন। প্রধান প্রকৌশলী হিসেবে আব্দুল মালেক ফিরে আসায় সিএএবিতে গত বৃহস্পতিবার আনন্দের বন্যা বয়ে যায়, প্রকৌশলীরা মিষ্টি বিতরণ করেন।তার জনপ্রিয়তার অনেকে উচ্ছসিত প্রশংসা করেন। সিএএবিতে প্রধান প্রকৌশলীর চেয়ারে কেউ দায়িত্ব পালন না করায় ঠিকাদারি কাজের প্রশাসনিক ফাইল গত পক্ষকালব্যাপি মুখথুবড়ে পড়ে থাকে। এতে জটিলতা সৃষ্টি হয়। সিএএবিতে চেয়ারম্যান-সচিবকেও চাকরি নবায়ন করা হয়। এবার প্রধান প্রকৌশলীকেও নবায়ন করা হলো। এ যেন সিএএবিতে নতুন বছরের শুরুতে চাকরি নবায়নের হিড়িক। এক্সটেনশনের চিঠি নিয়েই তারা সিএএবি/মন্ত্রণালয়ে ফিরেছেন। এক পক্ষকালেরও বেশি সময় সিএএবিতে কে হচ্ছেন পরবর্তী প্রধান প্রকৌশলী, কার প্রভাব কতো, কার তদবির কত জোরালো- এ নিয়ে আলোচনা চলছিল। প্রধান প্রকৌশী গত ৩০ ডিসেম্বর চাকরির মেয়াদ শেষে পবের্তী প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান এবং সদ্য চলে যাওয়া প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেকের প্রভাব নিয়ে চলছিল খেলা, চেয়ারম্যান সদ্য বিদায়ির পক্ষে তো সচিবের এতে মন:পুত না। আর এ জন্যই চেয়ারটি এক পক্ষকালেরও বেশি সময় ফাকা ছিল। সিএএবিতে এই প্রথম একজন চাকরি শেষে নবায়নকৃত প্রধান প্রকৌশলী পেল, যেমন পেল সংস্থার হেড চেয়ারম্যানকেও।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।