শনিবার, ০৪ মে ২০২৪, ০১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৫ জুন হজ, মক্কায় লাখ লাখ মানুষ

অনলাইন ডেস্ক :আগামীকাল রবিবার (২৫ জুন) থেকে ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সৌদি আরবের গরম আবহাওয়ার উপেক্ষা করে পবিত্র শহর মক্কায় পৌঁছেছেন লাখ লাখ মানুষ।

ইতোমধ্যে হজের নিরাপত্তা ও ট্রাফিকসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কর্মীরা প্রস্তুত রয়েছে। রাজ্যের অতিথিদের সুরক্ষার জন্য, হজ প্রবিধান লঙ্ঘন রোধ করা, অননুমোদিত ব্যক্তিদের পবিত্র স্থানে প্রবেশ বন্ধ করা, ভিড়ের চলাচল পরিচালনার ব্যবস্থা করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

রোববার ভোরে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হবে। বিশ্বের লাখো মুসলিমের ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে মক্কা। আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে। এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন বলে জানান সৌদির হজ ও ওমরা মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ৯ লাখ ২৬ হাজারেরও বেশি মুসল্লি হজ পালন করেছেন। এর আগের বছর প্রায় ৫৯ হাজার মুসল্লি হজ পালন করেন। করোনা মহামারির আগে ২০১৯ সালে প্রায় ২৫ লাখ মুসল্লি হজ পালন করেছেন।

সৌদি কর্মকর্তাদের হিসেবে, বার্ষিক হজ পালনে এ পর্যন্ত প্রায় দেড় লাখ বিদেশি হজযাত্রী দেশে এসেছেন। সোমবার হজ পর্যন্ত আরও হজযাত্রী আসবেন বলে জানান তারা।

সৌদি কর্তৃপক্ষের আশা, চলতি বছর হজযাত্রীদের সংখ্যা প্রাক-মহামারী পর্যায়ে পৌঁছাবে, কারণ করোনাভাইরাস মহামারীর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর কোনরকম বিধি-নিষেধ ছাড়া এটাই প্রথম হজ।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।