শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চট্রগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এয়ারফোর্স অফিসারের হাতে সিভিল অফিসার লান্ঞিত , কান ধরে উঠবস করানো, চাকরিচ্যুতির হুমকি, সিএএবির সদর দফতরে তোলপাড় : পরিচালকের অস্বীকার!

স্টাফ রিপোর্টার : চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একজন এয়ারফোর্স অফিসারের হাতে একজন ক্যাবের সিভিল অফিসার লান্ঞিত হবার তিনদিন অতিবাহিত হলেও এর কোন সুরাহা হয়নি, হয়নি কোন তদন্ত কমিটি। সিএএবির সদর দপ্তরে সিভিল অফিসারদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ওই সিভিল অফিসারকে কান ধরে উঠবস করানো হয়েছে, জোরকরে লিখিত জবানবন্দী নেয়া হয়েছে, তিনবার জবানবন্দি সংশোধন করা হয়েছে। কিন্ত ওই এয়ারফোর্স অফিসারের বিরুদ্ধে কোন অফিসিয়লি ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে ক্যাব সূত্রে জানা গেছে।


এ দিকে ওই এয়ারফোর্স অফিসার হালদা ভিআইপি লাউন্ঞ ব্যবহার করার প্রাধিকারপ্রাপ্ত থাকলেও কর্নফুলি ভিআইপি লাউন্ঞ ব্যবহার করলেও তাকে জবাবদিহি করতে হচ্ছে না।
ঘটনাটি ঘটেছ গত বৃহস্পতিবার রাতে। ভিআইপি লাউন্ঞ কর্নফুলিতে প্রবেশকে কেন্দ্র এ ঘটনার সূত্রপাত ঘটেছে বলে জানা যায়। চট্রগ্রাম আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক ঘটনাটি অস্বীকার করেছেন। যদিও তিনি বলেছেন ঘটনা জেনে ব্যবস্থা নেবেন। কিন্ত ঘটনার ৩ দিন াতিবাহিত হলেও একপেশে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা যায়।
এ দিকে ওই সিভিল অফিসার মানসিকভাবে ভেংগে পড়েছেন, আত্মহত্যার পথও বেছে নিতে পারেন –এমন কথা তার জবানবন্দিতে উল্লেখ করেছেন।তাকে কে চাকরি দিয়েছে, কিভাবে চাকরি করবে- সে হুমকিও নাকি দেয়া হয়েছে। তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন। ওই এয়ারফোর্স অফিসারের কথামত কাজ না করলে তাকে পিষে ফেলারও হুমকি দেয়া হয়েছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।